সিলেটটুডে ডেস্ক:

০৪ অক্টোবর, ২০২২ ২৩:২৫

বিদ্যুৎ বিপর্যয়: পিজিসিবির ছয় সদস্যের তদন্ত কমিটি

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

সংস্থাটির নির্বাহী পরিচালক (পিএন্ডডি) ইয়াকুব ইলাহী চৌধুরীর নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার রাত সো ১০টায় মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি পোস্ট করা হয়। তবে বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির অন্য সদস্যদের নাম উল্লেখ করা হয়নি।

এ ছাড়াও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আরও দুটি কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার বেলা ২টা ৪ মিনিটে গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

আপনার মন্তব্য

আলোচিত