সিলেটটুডে ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৩ ১২:৩৮

ডিবি প্রধান হারুনসহ ১০ জনের নামে মামলার আবেদন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশের হামলা, ভাঙচুর’ ও সিনিয়র কয়েকজন নেতাকে গ্রেপ্তারের বিষয়ে মামলার আবেদন করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন ৯ নম্বর আদালতে আবেদনটি করেন এ মামলার আবেদন করেন বিএনপির সাবেক সদস্য নাজিম উদ্দিন আলম।

এতে ডিবি প্রধান হারুনুর রশীদসহ ১০ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত পুলিশ সদস্যকে আসামি করার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশের জন্য রেখেছেন।

মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির আইনজীবী হান্নান ভূঁইয়া।

গত বছরের ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের তিন দিন আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন। আহত হন পুলিশসহ অনেকে।

সংঘর্ষের পর সেদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এরপর সেখান থেকে গ্রেফতার করা হয় কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ বিএনপির চার শতাধিক নেতাকর্মীকে।

সংঘর্ষের ওই ঘটনায় আজ মামলার আবেদন করেন বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম। রবিবার দুপুরে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন বিএনপি নেতার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

আপনার মন্তব্য

আলোচিত