সিলেটটুডে ডেস্ক

০৩ মার্চ, ২০২৩ ১০:৩০

মিশন ফেরত ১৪ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে মিশন ফেরত বাংলাদেশ পুলিশের এ ১৪ কর্মকর্তা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত ছিলেন।

এ আদেশের মাধ্যমে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) সীমা রানী সরকারকে জামালপুর জেলায়, ইভানা পারভীনকে পুলিশ সদর দপ্তরে, কামরুন নেছাকে পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকায়, মোছা. লিজা বেগমকে ঠাকুরগাঁও জেলায়, এহসান রহমান ভুঁইয়াকে নওগাঁ জেলায়, মনজুরুল আলমকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, আবুবক্কর সিদ্দীককে পাবনা জেলায়, তারেক আল মেহেদীকে নড়াইল জেলায়, মতিউর রহমানকে পুলিশের বিশেষ শাখা, (এসবি) ঢাকায়, মুনাদির ইসলাম চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সুমন কান্তি চৌধুরীকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ সার্কেলে, শামছুন্নাহারকে এপিবিএন-এ, ড. আশিক মাহমুদকে চট্টগ্রাম সদর সার্কেলে ও জাকিয়া নুসরাতকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

আগামী ১২ মার্চের মধ্যে বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিতে আদেশে বলা হয়েছে। তবে কোনো এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা হলে ওই এলাকায় নির্বাচন শেষে এ আদেশ কার্যকর হবে বলেও আদেশে বলা হয়।

আপনার মন্তব্য

আলোচিত