সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০২৩ ১৫:০৫

সায়েন্সল্যাবের ভবনের বিস্ফোরণ নাশকতা নয়: বোম্ব ডিস্পোজাল ইউনিট

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে ঘটা বিস্ফোরণ কোনো নাশকতা নয় জানিয়েছেন বোম্ব ডিস্পোজাল ইউনিট। গ্যাস চেম্বার হয়ে কোনো একটি স্পার্ক থেকে বিস্ফোরণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষ এই ইউনিটটি।

বিস্ফোরিত ভবনটি পরিদর্শনের পর এসব কথা বলেন বোম্ব ডিস্পোজাল ইউনিটের কর্মকর্তারা।

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫৫মিনিটে সায়েন্সল্যাব এলাকার ওই ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ধসে পড়ে ভবনটির দেয়াল। পাশের একটি ভবনের দেয়ালেও ফাটল ধরে।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে পাঁচজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিস্ফোরণের ঘটনার পর থেকেই ওই এলাকায় উৎসুক জনতা ভিড় করেছে। অনেকেই তাদের পরিচিত কেউ আটকা আছে কিনা খুঁজতে এসেছেন। তবে ভবনের পাশে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত