২৬ মে, ২০২৩ ২১:৩৬
সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানোর কারণে জনগণের ভোগান্তি বেড়েছে বলে মন্তব্য করেছেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
এ অবস্থার পরিবর্তনে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ মে) মিরপুরে যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সমাবেশে তিনি এসব কথা বলেন।
কামাল আহমেদ মজুমদার বলেন, ‘যারা নিত্যপণ্যের দ্রব্য নিয়ে সিন্ডিকেট করে, তাদের দুই-চারজনকে ধরে মৃত্যুদণ্ড দেয়া হলে সব বন্ধ হয়ে যাবে।’
তিনি দাবি করেন, বিএনপি-জামায়াত বাজারে কৃত্রিম খাদ্যের সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে।
বিএনপিকে জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের সঙ্গে এ দেশের জনগণ নেই। আর মির্জা ফখরুল সাহেবতো পাকিস্তানের খোয়াব দেখেন। কারণ তার বাবা ছিলেন রাজাকার। তাই এখানে খোয়াব না দেখে মির্জা ফখরুল আপনি পাকিস্তান চলে যান।
যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিকেল ৩টায়, মিরপুর-১০ গোল চত্বরে (ফলপট্টি) বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
আপনার মন্তব্য