সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০২৩ ১০:১৩

ডিজিটাল নিরাপত্তা আইনে ৭০০১টি মামলা হয়েছে : আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ৭০০১টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (৫ জুন) জাতীয় সংসদে গণফোরামের সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এমপি আবুল কালাম আজাদের একটি লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমানে দেশে অধস্তন আদালতগুলোয় ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০টি মামলা বিচারাধীন রয়েছে।

আইনমন্ত্রীর দেওয়া তথ্যমতে, দেওয়ানি মামলার সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ১৬০টি এবং ফৌজদারি মামলার সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ৫১০টি। এর মধ্যে শুধু ঢাকা জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৩৩টি।

আপনার মন্তব্য

আলোচিত