
১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:১০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাকে কেবিনে নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ড সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, আজ সকালে মেডিক্যাল বোর্ড পরামর্শে তাকে কেবিনে নিয়ে আসা হয়েছে।
এর আগে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক রবিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টায় কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মন্তব্য