সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:১৪

২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো লালবাগের ভবনের আগুন

রাজধানীর লালবাগে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং (কারখানা, গোডাউন ও আবাসিক) নামক একটি ভবনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে এ আগুনের সূত্রপাত। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ৪৫ মিনিটে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে ৩টা ২৫মিনিটে।

তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত