সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০২৪ ২১:৪৫

বিএনপির ভারতীয় পণ্য বয়কট আত্মঘাতী অবস্থান: মোমেন

বিএনপির ভারতীয় পণ্য বয়কটকে ‘রাজনৈতিক চমক’ হিসেবে দেখছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, সম্প্রতি ভারতীয় পণ্য বয়কটের যে প্রবণতা দেখা দিয়েছে, তাতে বিএনপিও সায় দিচ্ছে, যা একেবারেই অবান্তর। এটি তাদের বাহবা পাওয়ার একটি চেষ্টা।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে ন্যাম ভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ভারতীয় পণ্য বর্জন বিএনপির একটি পলিটিক্যাল স্টান্ট, এটা কোনো কর্মসূচি হতে পারে না। এ ডাক দিয়ে তারা হয়তো কিছু লোকের বাহবা পাবে। কিন্তু দেশের মঙ্গল বয়ে আনবে না। এটি একটি আত্মঘাতী অবস্থান।

তিনি জানান, যেসব দেশে বাংলাদেশের দূতাবাস নেই, সেসব দেশে অনারারি কাউন্সিল খোলার বিষয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে। সোমালিয়ার উপকূলে জিম্মি নাবিকদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। তিনি জানিয়েছেন, নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে কাজ চলছে, শিগগিরই একটি ইতিবাচক ফল পাওয়া যাবে।’

আপনার মন্তব্য

আলোচিত