
২৯ মে, ২০২৪ ১৩:৩৯
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দলবেঁধে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে পৌণে এক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
পুলিশ ও এজেন্টরা জানান, দুপুর সোয়া বারোটার দিকে হঠাৎই বেশকিছু দূর্বৃত্ত শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়ে।
এসময় পুরুষ ও নারী দুই কেন্দ্রে ঢুকে পড়ে। এলোপাথাড়ি জাল ভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে তারা।
এসময় তাদের বাঁধা দিতে গিয়ে একজন আনসার সদস্য আহত হয়েছেন।
এজেন্ট ও প্রিজাইডিং অফিসার জানান, ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার খবর পেয়ে কেন্দ্র পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা। টহল জোরদার করেছে বিজিবিও।
তবে, ঘটনার প্রায় পয়তাল্লিশ মিনিট পর, পরিস্থিতি পুর পূনরায় ভোট গ্রহন শুরু করে কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য