
২৩ জুন, ২০২৪ ২৩:৫০
ফাইল ছবি
গঙ্গা–পদ্মায় জল বাড়তেই মুর্শিদাবাদে গরু পাচার চক্র সক্রিয় হয়েছে বলে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের এক খবরে জানানো হয়েছে। গরু পাচারে তৎপরতা বেড়েছে লাগোয়া মালদহতেও। গত দু’দিনে পর পর গরু পাচারকারীদের রুখতে গুলিও ছুঁড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বহরমপুরের ৮৪ নম্বর ব্যাটালিয়ানের বর্ডার আউট পোস্টে বৃহস্পতিবার বিএসএফ জওয়ানেরা বাংলাদেশি চোরাকারবারিদের উপরে গুলি ও গ্রেনেড ছুড়ে বলে আনন্দবাজারের খবরে উল্লেখ করা হয়।
বিএসএফ’র বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, মুর্শিদাবাদ ও মালদহ সহ দক্ষিণবঙ্গ সীমান্তে প্রায় প্রতিদিন ৩ থেকে ৪টি এই ধরনের হামলার ঘটনা ঘটেছে, যাতে একাধিক বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন।
এই ঘটনার পর, বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)-এর সাথে বিএসএফের একটি বৈঠকও হয়, যেখানে বাংলাদেশি চোরাকারবারিদের মারাত্মক হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নথিভুক্ত করা হয়েছে বলে জানায় বিএসএফ। হামলা ও আত্মরক্ষার্থে গুলি চালানোর বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি প্রাথমিক অভিযোগও নথিভুক্ত করা হয়েছে।
বিএসএফের জনসংযোগ আধিকারিক এ.কে. আর্য বলেন, ‘‘দুর্ভাগ্যবশত এই ধরনের ঘটনা আমাদের ডিউটি লাইনে অস্বাভাবিক নয়। বিএসএফ জওয়ানরা ব্যতিক্রমী সাহস ও সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন। তাদের সতর্ক করার জন্য বিজিবি-র সঙ্গে ঘন ঘন পতাকা বৈঠক হওয়া সত্ত্বেও বাংলাদেশি অপরাধীদের দ্বারা আক্রমণ এবং অবৈধ অনুপ্রবেশ ঘটছে।’’
আপনার মন্তব্য