
১৮ জুলাই, ২০২৪ ০০:৫৪
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৭ জুলাই) রাত ৮টায় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি লিখেন, ‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন।’
তিনি আরও লিখেন, ‘আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের।’
বিএনপির সমর্থন
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বৃহস্পতিবারের সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে দেশবাসী ও দলের নেতা-কর্মীদের শাটডাউন কর্মসূচি সফল করতে জোরালোভাবে আহ্বান জানিয়েছে দলটি।
বুধবার (১৭ জুলাই) ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে একথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের নায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনে এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির নেতারা।’
১২ দলীয় জোটের সমর্থন
এদিকে আন্দোলনকারীদের কর্মসূচিতে সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে ১২ দলীয় জোট।
বুধবার এক বিবৃতিতে জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার শাটডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানান।
তিনি বলেন, ‘আজকে এক ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ বেআইনিভাবে যৌক্তিক দাবিকে যেভাবে দমন-পীড়ন ও রক্তের হোলি খেলায় মেতেছে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ঐক্যবদ্ধভাবে জালিম শাহীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো।’
অন্য রাজনৈতিক দলের সমর্থন
এ ছাড়াও আন্দোলনকারীদের কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদসহ সমমনা সব দল।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অভিভাবক নিয়ে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।
আপনার মন্তব্য