১০ আগস্ট, ২০২৪ ১৭:২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত হওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম।
শনিবার দুপুরে চেয়ারম্যান ফরহাদুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি, নতুন শিক্ষাক্রমের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য এসেছে, বিষয়টি সঠিক নয়। তবে বগুড়ায় নতুন শিক্ষাক্রম নিয়ে আগামীকাল রোববার একটি কর্মশালা ছিল, সেটি স্থগিত করা হয়েছে।’
ফরহাদুল ইসলাম আরও বলেন, ‘নতুন শিক্ষাক্রম বাতিল করতে সরকারের নির্বাহী আদেশ প্রয়োজন। এনসিটিবি চাইলেও নতুন শিক্ষাক্রম বাতিল করতে পারে না।’
নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হওয়ার কথা রয়েছে।
আপনার মন্তব্য