সিলেটটুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:১০

সুন্দরবনে আর কেবল ১০৬টি বাঘ আছে : প্রধান বন সংরক্ষক

বর্তমানে সুন্দরবনে বাঘ আছে মাত্র ১০৬টি। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বন বিভাগের প্রধান সংরক্ষক মোঃ. ইউনুস আলী।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকার একটি পত্রিকা অফিসের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রধান বন সংরক্ষক মোঃ. ইউনুস আলী বলেন, "বাঘ আমাদের গর্ব। বিশ্বজুড়ে বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে। বিশ্বে মাত্র ৩ হাজার ২শ’টি বাঘ রয়েছে। এর মধ্যে বাংলাদেশে আছে ১০৬টি। আমরা টাইগার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে কাজ করছি। জনগণের উদ্দেশে আমি বলতে চাই, বাঘ আমাদের বনের প্রহরী, তাকে মারবেন না।"

বাঘ ও মানুষের দ্বন্দ্ব নিরসনে ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাঘ মানুষের দ্বন্দ্ব নতুন কিছু নয়। আর সেই দ্বন্দ্ব নিরসনে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। বাঘের হামলায় কোনো মানুষ নিহত হলে ১ লাখ টাকা ও আহত হলে ৫০ হাজার টাকা দেওয়া হচ্ছে। এরই মধ্যে আমরা প্রায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেছি।

রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনে কী প্রভাব ফেলবে সে বিষয়টি পর্যেবেক্ষণ করতে খুব শিগরিই ইউনিসেফ’র একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত