সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৫ ১২:২৯

এবার শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

দেশে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেই চলছে। রাজধানীর কাকরাইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার আগেই এবার আগুন লেগেছে শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে।

বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় আগুন লেগেছে। সেখানে ডেন্টাল অনুষদের ক্লাসরুম সংলগ্ন করিডরের সিলিংয়ে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতালে আগুনের খবর তারা পেয়েছে বুধবার বেলা ১১টা ১৪ মিনিটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে গিয়ে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।

এ ঘটনায় হতাহত বা কারও আটকে পড়ার খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত