২৬ নভেম্বর, ২০২৫ ১৮:০২
সিলেটের দক্ষিণ সুরমা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার পর র্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি পাকা ঘরের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করে।
র্যাব বলছে, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে এটি গত বছর জুলাই বিপ্লব চলাকালে সিলেট এলাকায় একটি থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড, যা সাধারণত বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত অভিযানে র্যাব-৯ এখন পর্যন্ত মোট ২৫টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর এবং ৫টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করেছে।
র্যাবের দাবি, এসব উদ্ধার সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার সাউন্ড গ্রেনেডটি জিডি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এসব উদ্ধার সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
আপনার মন্তব্য