সিলেটটুডে ডেস্ক

০৪ মে, ২০১৬ ১৯:৪২

'চাকরির বয়সসীমা ৩০ থাকছে'

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরের বেশি করার পরিকল্পনা সরকারের নেই বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা যুব বয়সের মেধাশক্তিকে কাজে লাগাতে চাই। সবাই যাতে সময়মতো চাকরিতে প্রবেশ করতে পারে সেজন্য বয়স ৩০ থেকে বাড়ানোর কোনও পরিকল্পনা আমাদের নেই।’

বুধবার জাতীয় সংসদে বগুড়া ৬ আসনের নুরুল ইসলাম ওমরের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার প্রশ্নোত্তরের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিলো। অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

নুরুল ইসলাম ওমর তার সম্পূরক প্রশ্নে জানতে চান, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর থেকে বাড়ানোর কোনও পরিকল্পনা আছে কি না।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ৩০ বছর পার করলে কেউ যুবক থাকে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে সংসদ নেতা বলেন, ‘৩০ বছর পার করলে তো কেউ যুবক থাকে না। সবাই প্রৌঢ় হয়ে যায়। মাননীয় সংসদ সদস্য ওই প্রৌঢ়দের জন্য চাকরির ব্যবস্থার কথা বলছেন কি না বুঝতে পারছি না। কারণ ৩০ বছরের পর ‍চাকরি হলে সেটা তো যুবকদের জন্য চাকরি হবে না, প্রৌঢ়দের জন্য হবে।’

শিক্ষাক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সংসদ নেতা বলেন, ‘বর্তমানে আমরা শিক্ষায় সেশনজট কমিয়ে আনতে সক্ষম হয়েছি। বর্তমানে ১৫-১৬ বছরে এসএসপি পাস করে শিক্ষার্থীরা ২৩ বছরে মার্স্টার্স পাস করে ফেলছে। ফলে পড়াশুনা শেষ করতে ২৪-২৫ বছরের বেশি লাগে না। এরপর চাকরির জন্য তাদের হাতে আরও অনেক সময় থাকে।’

আপনার মন্তব্য

আলোচিত