সিলেটটুডে ডেস্ক

০৯ মে, ২০১৬ ১১:২০

কেন্দ্রীয় কারাগারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ফাইল ছবি

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামী আমীর মতিউর রহমান নিজামীকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারগারে আনার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে রোববার রাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই এলাকায় যাতায়াতকারী লোকজনকে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কারাগারের নিরাপত্তায় দায়িত্বে থাকা কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, দণ্ড কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি চলছে। তবে নিজামীর দণ্ড কার্যকরে এখনো কয়েকটি ধাপ বাকি আছে বলেও জানান এই কর্মকর্তা।

গত বৃহস্পতিবার (৫ মে) নিজামীর করা রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন সর্বোচ্চ আদালত। এখন রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা না চাইলে যেকোন সময় দণ্ড কার্যকরের ক্ষমতা রয়েছে সরকারের। নিজামী প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা এ বিষয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন তার আইনজীবিরা।  

আপনার মন্তব্য

আলোচিত