সিলেটটুডে ডেস্ক

১১ মে, ২০১৬ ০০:৫৩

জামাত শিবির মানুষ হলে নাশকতা করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামাত-শিবির মানুষ হলে নাশকতা করবে না।  আর যদি নাশকতা করার চেষ্টা করে তবে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। শক্ত হাতে তাদের দমন করা হবে।

মন্ত্রী বলেন, দেশের সাধারন মানুষ ফাঁসির রায়ে খুশি। গুটিকয়েক জামায়াত অনুসারী এই রায়ে মনক্ষুন্ন হয়েছে।

মঙ্গলবার রাতে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর ধানমন্ডি থেকে সাংবাদিকদের এমনটি জানান মন্ত্রী।

তিনি বলেন, এ রায় কার্যকরের মাধ্যমে জাতির দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের সবাই আজকের এই ক্ষনটিকে স্মরণ রাখবে।

সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটি জাতির প্রত্যাশা ছিলো দীর্ঘদিনের। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার প্রত্যাশাও ছিলো দীর্ঘ। আমি আজকে মনে করি- আমাদের মাথা থেকে একটি কালো দাগ মুছে গেলো। আমরা মুক্তিযোদ্ধারা এই দিনটির অপেক্ষায় ছিলাম; যে আমরা দেখে যেতে পারছি এই দেশে যারা যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী অপরাধী তাদের বিরুদ্ধে যে রায়গুলো হয়েছে তা কার্যকর হচ্ছে’।

মতিউর রহমান নিজামীর মতো ঘৃন্য খুনির ফাঁসির রায় কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার রাত ১২ টা ১০ মিনিটে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এরপরই নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলে আসাদুজ্জামান।

আপনার মন্তব্য

আলোচিত