সিলেটটুডে ডেস্ক

১১ মে, ২০১৬ ১০:৪৫

এসএসসিতে পাশের হার বেড়েছে

এ বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। যদিও শিক্ষার্থীরা দুপুর ২টায় মোবাইল এসএমএস, নিজ নিজ বিদ্যালয় ও অনলাইনে ফল জানতে পারবে। এবার পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। যা গতবারের চেয়ে ১ দশমিক ২৫ শতাংশ বেশি।

বুধবার(১১ মে) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জানা যায়, এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা, কারিগরি এবং মাদরাসাসহ মোট ১০টি বোর্ডে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মোট ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত