সিলেটটুডে ডেস্ক

১১ মে, ২০১৬ ১২:৫৪

অধ্যাপক রেজাউল হত্যা: বিচার দাবির সমাবেশে রাবি যাচ্ছেন চার মন্ত্রী

ধর্মীয় উগ্রবাদীদের হাতে নিহত  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার দাবিতে আগামী শনিবার (১৪ মে)  কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিক্ষক-ছাত্র সমাবেশ।

সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে  উপস্থিত থাকবেন সরকারের গুরুত্বপূর্ন চারমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই সমাবেশে যোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন বলে রাবি শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে।

গত ২৩ এপ্রিল (শনিবার) কাল সাড়ে ৭টার দিকে নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে হত্যা করা হয় এই শিক্ষককে। মোটর সাইকেলে আসা দুই যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়ে পুলিশ।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস এ হত্যার দায় স্বীকার করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী এক ওয়েবসাইটে খবর এসেছে। জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহের কথা বলছেন রাজশাহীর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিনও।

আপনার মন্তব্য

আলোচিত