সিলেটটুডে ডেস্ক

০৭ জুন, ২০১৬ ২০:২১

ভোররাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ওসমান অধ্যাপক রেজাউলের ‘খুনি’

মঙ্গলবার (৭ জুন) ভোররাতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত  ওসমান অধ্যাপক রেজাউলের খুনীদের একজন বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি জয়পুরহাটে

একই সাথে ঢাকা ও রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত তিন ‘জেএমবি সদস্যই’ বিভিন্ন জঙ্গি হামলায় সরাসরি জড়িত বলেও জানায় পুলিশ।

দুপুরে ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার ও সন্ত্রাস দমন ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ডিএমপির মিডিয়া সেন্টারে নিহতদের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি জানান, ঢাকায় নিহত দুজন হলেন- তারেক হাসান নিলু ওরফে ওসমান (৩২) এবং সুলতান মাহমুদ ওরফে কামাল ওরফে রানা (৪০)।

মনিরুল বলেন, এদের মধ্যে জয়পুরহাটের বাসিন্দা ওসমান জেএমবির উচ্চ পর্যায়ের নেতা। অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ড ছাড়াও দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে হামলায় জড়িত ছিলেন তিনি।

‘জেএমবির মধ্যম পর্যায়ের নেতা’ কামাল বগুড়ার শিয়া মসজিদে গুলি চালিয়ে একজনকে হত্যা মামলার আসামি। তার বাড়ি দিনাজপুরে।

গত ২৪ এপ্রিল রাজশাহী নগরের শালবাগান এলাকার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে খুন হন ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল। দুই যুবক মটর সাইকেলে এসে তাকে ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত