সিলেটটুডে ডেস্ক

০৯ জুন, ২০১৬ ০০:২২

শিক্ষক লাঞ্ছনা : জেলা প্রশাসনের দুঃখ প্রকাশ, সময় চায় পুলিশ

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবেদন দিতে আরও ৬০ দিন সময় চেয়েছে পুলিশ। এদিকে, নতুন করে প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন জানিয়েছেন, পূর্বের প্রতিবেদনে পূর্ণাঙ্গ তথ্য দিতে না পারায় জেলা প্রশাসন দুঃখ প্রকাশ করেছে।

এর আগে গত ২৯ মে জেলা প্রশাসন ও পুলিশের তদন্ত প্রতিবেদনকে 'দায়সারা' উল্লেখ করে তা গ্রহণ করে করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

ধর্ম অবমাননার অভিযোগে গত ১৩ মে নারায়ণগঞ্জের কল্যাণদির পিয়ার সাত্তার হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে প্রথমে একদল লোক মারধর করে। পরে সেলিম ওসমান ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কান ধরে ওঠ-বস করানো হয় তাকে।

এ নিয়ে রুল জারির পাশাপাশি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বন্দর থানার ওসিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেন হাইকোর্ট। ১৮ মে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্ট আদেশ দেওয়ার পর ২২ মে আদেশের কপি পান ডিসি, এসপি ও বন্দর থানার ওসি।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিলো, ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। শিক্ষকের অপসারণ আইনী না হওয়ায় তাকে পুনর্বহালও করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত