সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০১৬ ১২:৩২

মিতু হত্যা : তদন্তে উচ্চপর্যায়ের কর্মকর্তা

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। নতুন দায়িত্বে এসেছেন মো. কামরুজ্জামান। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার।

তদন্ত কর্মকর্তার বদলের খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও তদন্ত) দেবদাস ভট্টাচার্য।  এর মাধ্যমে আলোচিত এ হত্যাকাণ্ডে তদন্তের জন্যে উচ্চ পর্যায়ের তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো। 

এর আগে গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কাজী রকিব উদ্দিন তদন্তের দায়িত্বে ছিলেন।

এদিকে এ মামলায় গ্রেফতার আবু নসুর গুন্নু ও শাহ জামান ওরফে রবিন নামে দুজনকে রোববার আদালতে নেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত রোববার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জিইসির মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

মিতুকে হত্যার পর তিনজনকে মোটরসাইকেলে পালিয়ে যেতে দেখা যায় সিসি ক্যামেরার ফুটেজে। ফুটেজে পুলিশ সুপারের স্ত্রী হত্যার ওই ঘটনার পর একটি কালো মাইক্রোবাসও ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা যায়। ওই মাইক্রোবাসটিকে বুধবার রাতে আটক করা হয়।

এর আগে রোববার রাতে নগরী থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ঘটনা তদন্তকারীরা বলছেন, মিতুকে হত্যার পর দুর্বৃত্তরা ওই মোটরসাইকেলেই পালিয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত