সিলেটটুডে ডেস্ক

১৫ জুন, ২০১৬ ১৪:২৫

সংসদে সমাজকল্যাণ মন্ত্রীর ভূমিকায় প্রধানমন্ত্রী

ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী সৈয়দ মহসিন আলী ও প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন উভয়ই প্রয়াত হয়েছেন আকস্মিকভাবে। স্বাভাবিকভাবেই তাঁদের মৃত্যুতে কর্তৃত্বহীন পড়ে মন্ত্রণালয়টি।

এরপর বেশ কিছু দিন কেটে গেলেও নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু জাতীয় সংসদে এ মন্ত্রণালয়ের জন্য আসা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব তো কাউকে দিতে হয়। সেই দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। বিধি অনুযায়ী মন্ত্রীহীন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপরই বর্তায়।

সে অনুযায়ী জাতীয় সংসদে প্রশ্নোত্তরের জন্য সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা লিখিত ও তারকা চিহ্নিত প্রশ্নোত্তর বইয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লিখে দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্নের উত্তর সরাসরি দিতে হয়নি। এ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। 

আপনার মন্তব্য

আলোচিত