সিলেটটুডে ডেস্ক

১৬ জুন, ২০১৬ ১৮:১০

ট্যানারি প্রতিষ্ঠানগুলোর দৈনিক জরিমানা ৫০ হাজার টাকা

হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর না করা পর্যন্ত ট্যানারি মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা  দিতে হবে বলে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ আদেশ দেন।
 
আগামী ১৭ জুলাই পর্যন্ত কোন কোন ট্যানারি প্রতিষ্ঠান হাজারীবাগ থেকে সাভারে গেছে এবং এই সময়ের মধ্যে কে কত টাকা জরিমানা দিয়েছে, তার হিসাবসহ প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত।
 
এ ব্যাপারে রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, তিন বছর আগেই হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পপ্রতিষ্ঠান সারানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। পরে আদালত তার নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের তালিকা চান। এই নির্দেশের ভিত্তিতে ১৫৫টি ট্যানারি শিল্পপ্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়। এর মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান সম্প্রতি সাভারে গেছে। বাকি ১৫৪টি প্রতিষ্ঠান এখনো হাজারীবাগে আছে। পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে এখন থেকে প্রতিদিন প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। ওই টাকা সরকারের কোষাগারে জমা হবে।

আপনার মন্তব্য

আলোচিত