সিলেটটুডে ডেস্ক

১৬ জুন, ২০১৬ ২২:০৭

রিজার্ভ চুরির ঘটনায় এবার তদন্তে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয়

এবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায়  তদন্ত শুরু করেছে ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল প্রিত ভারারা সুইফট'এর নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে এই চুরিটি ঘটল তার তদন্ত করছেন। তিনি মনে করেন এই ঘটনায় মানুষের আতঙ্কিত হওয়া উচিত। এই আইন কর্মকর্তা রিজার্ভ চুরির ঘটনা থেকে শিক্ষা নিয়ে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হওয়ারও পরামর্শ দিয়েছেন ।

এদিকে, গত সপ্তাহে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই'এর এক কর্মকর্তা জানিয়েছেন, তারা এই চুরির ঘটনা বিভিন্ন ভাবে পর্যালোচনা করছেন তবে এখন পর্যন্ত কুলকিনারা করতে পারেননি কারা এর সঙ্গে জড়িত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত