সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৬ ১০:৪৯

জামালপুরের ৮ রাজাকারের রায়ের অপেক্ষা

ট্রাইব্যুনালের হাজতখানায় দুই আসামি

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের অ্যাডভোকেট সামসুল হকসহ আট রাজাকারের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। 
  
রোববার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ধার্য করেন। 
  
সোমবার সকাল সাড়ে ৯টার পর আট আসামির মধ্যে কারাগারে আটক দুই আসামিকে আদালতের কাঠগড়ায় আনা হয়েছে। তারা হলেন- অ্যাডভোকেট শামসুল হক ও এস এম ইউসুফ আলী। 
  
গত ১৯ জুন উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখা হয়। 
  
ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার তুরিন আফরোজ।আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী তামিম। 
  
গত বছরের ২৬ অক্টোবর এই ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। 
  
মামলার আট আসামির মধ্যে পলাতক রয়েছেন ছয়জন। এরা হলেন- আলবদর বাহিনীর উদ্যোক্তা মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম। 
  
গত  বছরের ২৯ এপ্রিল এ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। 
  
এর আগে গত ১৯ এপ্রিল এ আট আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 
  
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও গুমের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

আপনার মন্তব্য

আলোচিত