সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৬ ১৬:৪৮

রানা প্লাজা ট্রাজেডি: হত্যা মামলার বিচার শুরু

সাভারের রানা প্লাজা ধসের ট্রাজেডির ঘটনায় হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

সোমবার (১৮ জুলাই)  ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করে আগামী ১৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

ভবন মালিক সোহেল রানাসহ গ্রেপ্তার ৬ আসামি ছাড়াও মোট ৩৫ জন আসামি অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।

বাকি ছয়জনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ চলবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে ১ হাজার ৩৩৬ জন মারা যান। আহত হন ১ হাজার ৫২৪ জন।

ভবন ধসে প্রাণহানির ঘটনায় পর ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে একটি মামলা করেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ। এছাড়া, ইমারত বিধি মেনে রানা প্লাজা নির্মাণ করা হয়নি- এমন অভিযোগে রানাসহ ১৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ।

মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার বাবা-মাসহ ৪১ জনকে আসামি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত