সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৬ ১৬:৪৯

পরিবারের চার সদস্য নিখোঁজ, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ

রাজধানীর রামপুরায় এক চিকিৎসক ও তার পরিবারের ৪ সদস্য নিখোঁজের ঘটনায় পুলিশ বাদী হয়ে রবিবার থানায় একটি জিডি করেছে।

গত বছরের জুন মাসে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার রোকন উদ্দিন ও তার স্ত্রী, দুই মেয়ে ও এক মেয়ের জামাতা নিখোঁজ হন। সম্প্রতি হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনার পর দীর্ঘদিন ধরে এই নিখোঁজের ঘটনাটি পুলিশের নজরে আসে।

অভিযোগ রয়েছে, ডাক্তার রোকন উদ্দিন সপরিবারের তুরস্কে গমন করেছেন। রোকন উদ্দিনের স্ত্রী মালিবাগের প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাক্তার আলি আহমেদের মেয়ে। মালিবাগ মাটির মসজিদের কাছে সাততলার বাড়ির কয়েকটি ফ্ল্যাটের মালিক ডাক্তার রোকন উদ্দিন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রবিবার পুলিশের একটি টিম ওই বাড়ি পরিদর্শন করেছে। সেখানে রোকন উদ্দিনের ভাই পুলিশকে জানান, গত বছরের জুনে সপরিবারে বিদেশ যাওয়ার পর থেকে তারাই ফ্ল্যাটের ভাড়া উত্তোলন করছেন। তবে বিদেশ যাওয়ার পর থেকে তার ভাইয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই।

পুলিশ ধারণা করছে, সপরিবারে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার বিষয়টি রহস্যজনক। এর সঙ্গে জঙ্গিসংশ্লিষ্টতার ঘটনা থাকতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত