সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৬ ১৮:০৮

জঙ্গি ইস্যুতে নজরদারিতে ফেসবুক পোস্ট

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সন্ত্রাসী হামলার ঘটনাগুলো ফেসবুকসহ সোশ্যাল মিডিয়াগুলোতে যেভাবে প্রচারিত হচ্ছে, তাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে সন্ত্রাসী হামলার বিষয় প্রচারিত হচ্ছে এতে মানুষ আতঙ্কিত হচ্ছে। ফেসবুকে যা হচ্ছে তা নজরদারিতে আছে, সবকিছু দেখা হচ্ছে।’

গত ১ জুলাই ঘটে যাওয়া গুলশান হামলা বিষয়ে তিনি বলেন, পুলিশ অবশ্যই তৎপর ছিল। হোটেলে আক্রমণের তিন মিনিটের মাথায় এসআই ফারুক সেখানে গিয়ে হাজির হয়েছিল। ১০ মিনিটের মাথায় তাকে সহযোগিতা করতে অন্যরাও গিয়ে হাজির হয়েছিল। এ ধরনের গোয়েন্দা তথ্য কিন্তু রোজই আসে, যে এ রকম হতে পারে। হবেই- এ ধরনের তথ্য কিন্তু আসেনি।

তিনি বলেন, গুলশান ও শোলাকিয়া হামলার তথ্য আগে থেকেই গোয়েন্দাদের কাছে ছিল। তাই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছে। শোলাকিয়া হামলার আগাম তথ্য ছিল বলেই মাঠের এক কিলোমিটার দূরে চেকপোস্ট বসানো হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত