সিলেটটুডে ডেস্ক

১৯ জুলাই, ২০১৬ ০৯:৫৯

ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত

ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে কথিত বন্দুকযুদ্ধে এক শিবির নেতা নিহত হয়েছে।  এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানায় পুলিশ।  নিহত সাইফুল ইসলাম শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামের লুৎফর রহমানের ছেলে। সাইফুল ছাত্রশিবিরের শৈলকুপা উপজেলার ভাটই আঞ্চলিক কমিটির সেক্রেটারি।

মঙ্গলবার (১৯ জুলাই)  ভোর পৌনে ৪টার দিকে আড়ুয়াকান্দি গ্রামে ঝিনাইদহ-মাগুরা রোডের কাছে  এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী।

পুলিশ কর্মকর্তা বলছেন, সদর থানার টহল পুলিশের একটি দল হাটগোপালপুর থেকে ঝিনাইদহ শহরের দিকে আসছিল।

“তারা আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ করে বোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে দুই পক্ষে ১০ মিনিট গোলাগুলির পর তারা পালিয়ে যায়।”

পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল তল্লাশি করে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বলে তিনি জানান।

“এছাড়া ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুই রাউন্ড বন্দুকের গুলি, পাঁচটি হাতবোমা ও তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ।”

সাইফুল ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছর এমবিএ পাস করেন বলে জানান নাসির।

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত