সিলেটটুডে ডেস্ক

৩১ আগস্ট, ২০১৬ ১১:৪০

শহীদ মিনারে কবি শহীদ কাদরীর মরদেহ

শেষ শ্রদ্ধা জানাতে কবি শহীদ কাদরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে প্রয়াত কবির মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়।

প্রথমেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। 

উল্লেখ্য, গত রোববার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে নিউইয়র্কের নর্থ শোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি শহীদ কাদরী মারা যান। 

কবি শহীদ কাদরীর জন্ম ১৯৪২ সালের ১৪ আগস্ট। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই ও আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯)।

আপনার মন্তব্য

আলোচিত