সিলেটটুডে ডেস্ক

৩১ আগস্ট, ২০১৬ ১৯:৪৩

‘এসপি বাবুলের মতামত পরিবর্তনের অপেক্ষা করা হয়েছিল’

এসপি বাবুল আক্তারের মতামত পরিবর্তনের জন্য অপেক্ষা করা হয়েছে, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ২০১৩ সাল থেকে পুলিশ রাজনৈতিক সংঘাত নিয়ে ব্যস্ত ছিল। ফলে জঙ্গিরা সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। তবে, সারাদেশে যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে, বিশেষ করে আলেম-ওলামা মাশায়েখরা জঙ্গিবাদ প্রতিরোধে নেমেছে। গাজীপুরে তাদের এক সমাবেশে আমি গেছি, সেখানে হাজার হাজার আলেম অংশ নিয়েছে। আগামীকালও সারাদেশে আলেমরা জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করবে। তারা ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত দীর্ঘ মানববন্ধন করবে।

এই গণজাগরণের ফলে খুব দ্রুতই জঙ্গিবাদ রোধ সম্ভব হবে বলে মনে করেন পুলিশ প্রধান।  

তিনি বলেন, যাচাই-বাছাই করে জঙ্গিবাদের জড়িত সন্দেহে নিখোঁজ ৪০ জনের তালিকা করেছে পুলিশ। এগুলোর নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না।

আইজিপি বলেন, জঙ্গিবাদ থেকে কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে আমরা সহযোগিতা করবো।

আপনার মন্তব্য

আলোচিত