সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:২৮

জবি শিক্ষার্থীদের জন্য হল হবে কেরানীগঞ্জে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কেরানীগঞ্জে ১০তলা ভবন নির্মাণ করা হবে বলে।

রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জবির শিক্ষকদের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন।

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল নির্মাণের দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় এ ঘোষণা এলো।

শিক্ষামন্ত্রী বলেন, জবির আবাসন সমস্যা সমাধানে সরকার ২৭৪ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় ২০২১ সালের মধ্যে কেরানীগঞ্জে ছাত্রদের জন্য ১০তলা আবাসিক হল গড়ে তোলা হবে।

তিনি জানান, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ছাত্রী হোস্টেলকে ১৭তলা ও একাডেমিক ভবনকে ২০তলায় উন্নীত করা হবে। আগামী বছরের মধ্যেই বাংলা বাজারে মেয়েদের আবাসিক হলের এ নির্মাণকাজ শেষ হবে।

বৈঠকে অংশ নেয়া শিক্ষক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও সাধারণ সম্পাদক নূরে আলম আব্দুল্লাহ। এ সময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।

শিক্ষামন্ত্রী তাদের জানান, জবির সমস্যা সমাধানে সরকার আন্তরিক। আলোচনা করে সব ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত