সিলেটটুডে ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৩৭

উচ্ছেদে বাধা দেওয়ায় কাউন্সিলর বরখাস্ত

রাজধানীর সায়েদাবাদে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে বাধাদান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়।

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নগর উন্নয়ন শাখার উপসচিব খলিল আহমেদ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

এ প্রসঙ্গে খলিল আহমেদ জানান, বিদ্যমান আইন মোতাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবুকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়।

অবশ্য এ বিষয়ে কাউন্সিলর হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর সায়েদাবাদের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে যায় ডিএসসিসি। উচ্ছেদের শুরুতেই ডিএসসিসির কাউন্সিলর ও শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে ট্রাক শ্রমিকরা মিছিল শুরু করে।

এতে গুরুত্বপূণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় ট্রাকচালকদের উসকানি দিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধার সৃষ্টি করেন ডিএসসিসির এ কাউন্সিলর। অভিযোগ ওঠে, উচ্ছেদ অভিযানে অংশ নেয়া তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও লাঞ্ছিত করেন ওই কাউন্সিলর।

ওই উচ্ছেদ অভিযানের আগে ডিএসসিসির কাউন্সিলরদের বোর্ড সভায় মেয়র সাঈদ খোকন উচ্ছেদ অভিযানের বিষয়ে সকল কাউন্সিলরের সহযোগিতা চান। বৈঠকে সকল কাউন্সিলর সহযোগিতার আশ্বাস দিলেও বৈঠক শেষে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে নেমে পড়েন ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবু।

ওই দিন উচ্ছেদ অভিযানের কার্যক্রম নগর ভবনে থেকে পর্যবেক্ষণ করেন মেয়র সাঈদ খোকন। হাবিবুর রহমানের কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে ওই দিনই বিকেলে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত দিতে এলজিআরডি মন্ত্রণালয়ে অভিযোগ পাঠানোর নির্দেশ দেন।

আপনার মন্তব্য

আলোচিত