সিলেটটুডে ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৭ ০৮:২৫

শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ থেকে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। ফজরের নামাজের পর পর শীর্ষস্থানীয় মুরুব্বীদের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব।

পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা আগামী রোববার (২২ জানুয়ারি) পর্যন্ত আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার (২০ জানুয়ারি) পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজে দেশি-বিদেশি লাখ লাখ মুসল্লি অংশ নেবেন। দ্বিতীয় পর্বে ১৬টি জেলার মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন। এরই মধ্যে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে নির্ধারিত খিত্তায়-খিত্তায় অবস্থান নিয়েছেন।

ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী জেলাগুলো হলো- চাঁদপুর, নোয়াখালী, পাবনা, নওগাঁ, কিশোরগঞ্জ, কক্সবাজার, বাগেরহাট, কুষ্টিয়া, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মেহেরপুর, লালমনিরহাট ও দিনাজপুর।

এর আগে গত ১৩ জানুয়ারি শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় প্রথম ধাপ। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ১৫ জানুয়ারি রোববার শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।  প্রথম পর্বে দেশের ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, প্রথম পর্বের সেবার নিয়মেই চলবে ইজতেমার দ্বিতীয় পর্ব। নিরাপদ পানি, গাড়ি পার্কিং, চিকিৎসা সেবাসহ সকল প্রকার সেবামূলক কাজ প্রথম পর্বের আলোকেই সাজানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত