সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০১৭ ১৩:২৭

সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক নিহত

ফজলুর রহমান

চট্টগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

শনিবার (১৩ মে) সকালে ফটিকছড়ির নাজিরহাটে এ দুর্ঘটনা ঘটে।

নেপের পরিচালক মো: শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফজলুর রহমান সরকারি কাজের অংশ হিসেবে খাগড়াছড়ি পিটিআই পরিদর্শন করতে যাচ্ছিলেন। এসময় দুর্ঘটনার শিকার হন তিনি।

বিগত দুই বছর যাবত নেপে কর্মরত ছিলেন ফজলুর রহমান। তিনি ময়মনসিংহের কালিবাড়ী রোডে জন্মগ্রহণ করেন।

নেপের ওয়েবসাইট থেকে জানা যায়, ফজলুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২(স্পেশাল) ব্যাচের একজন সদস্য। সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে ১৯ জানুয়ারি ২০১৫ তারিখে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর মহাপরিচালক পদে যোগদান করেন।

এছাড়া তিনি উপজেলা ম্যাজিষ্ট্রেট, থানা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), মেরিন সেফটি অফিসার ও স্পেশাল ম্যাজিষ্ট্রেট, উপ-সচিব ও ডিআইজি (প্রিজন্স) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত