সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৭ ২১:১৫

অনুমোদনহীন বয়লার ২ মাসের মধ্যে সরাতে হবে

সারাদেশে গার্মেন্টস ও শিল্প কারখানায় অনুমোদনহীন ও অনিবন্ধিত সব বয়লার দুই মাসের মধ্যে অপসারণ করতে শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

মঙ্গলবার (১৮ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাই কোর্টের দ্বৈত বেঞ্চে এ আদেশ দেন।

জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন গত ৯ জুলাই এসব বয়লার নিয়ে রিটটি দায়ের করেন।

রিটের শুনানি শেষে হাইকোর্ট ৬০ দিনের সময় দিয়ে এ নির্দেশনা জারি করেন।

বয়লার বিস্ফোরণের কারণে হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, যারা মেয়াদোত্তীর্ণ কিংবা ত্রুটিপূর্ণ বয়লার ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, বয়লার বিস্ফোরণে শ্রমিক হতাহতের ঘটনা ঠেকাতে এবং কর্মস্থল নিরাপদ রাখতে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং একইসঙ্গে বয়লার আইন ১৯২৩ এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী দুর্ঘটনা প্রতিরোধে বিধিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

তিন সপ্তাহের মধ্যে শিল্প সচিব, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, আইন সচিব, দুর্যোগ ও ত্রাণ সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধান বয়লার পরিদর্শক ও প্রধান কারখানা পরিদর্শককে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত