নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০১৭ ২০:২২

ইসির সচিব পরিবর্তন, এলেন হেলালুদ্দীন

ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় নির্বাচন কমিশনের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে নির্বাচন কমিশনের সচিব মুহাম্মদ আবদুল্লাহকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ রদবদল করে আদেশ জারি করা হয়েছে। এছাড়া ভূমি আপিল বোর্ডে নতুন চেয়ারম্যান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নতুন সচিব পেয়েছে।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (অতিরিক্ত সচিব) নমিতা হালদারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. আবদুল হান্নান ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) নিয়োগ পেয়েছেন।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসের ভূঁইয়ার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। অপরদিকে প্রবাসী কল্যাণ সচিব বেগম শামছুন নাহারেরও চাকরির মেয়াদ শেষ হয়েছে।

অপরদিকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার আগামী ২ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

আপনার মন্তব্য

আলোচিত