সিলেটটুডে ডেস্ক

০৫ আগস্ট, ২০১৭ ১৮:৩৪

বনশ্রীতে গৃহকর্মী হত্যা, গৃহকর্তা ও কেয়ারটেকার রিমান্ডে

ঢাকার বনশ্রীতে গৃহকর্মী লাইলী বেগম হত্যা মামলায় গ্রেপ্তার ওই বাড়ির গৃহকর্তা মঈনুদ্দিন ও বাসার কেয়ারটেকার কামালের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী তিন দিনের রিমান্ড আদেশ দেন।

এছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গৃহকর্ত্রী শাহানা বেগমকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এ তথ্য নিশ্চিত করে মহানগর হাকিম আদালতের নিবন্ধন কর্মকর্তা আশরাফ আলী  জানান, খিলগাঁও থানার এসআই ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা মনজুর রহমান শনিবার দুই আসামিকে আদালতে হাজির করে মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। এসময় তাদের রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ডের রায় দেন। এসময় গৃহকর্ত্রী শাহানা বেগমের রিমান্ডের আবেদন না করে তাকে জেল হাজতে রাখার অনুমতি চান তদন্তকারী কর্মকর্তা। আদালত আদেশ মঞ্জুর করেন।

আপনার মন্তব্য

আলোচিত