ছাতক প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:৫২

ছাতকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছাতকে সোনারবাংলা স্পোর্টিং ক্লাব মুক্তিরগাঁও-রাতগাঁও কর্তৃক আয়োজিত মধ্যমবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মুক্তিরগাঁও-রাতগাঁও গ্রামের পশ্চিমের মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

এর আগে আতাউর রহমান মেম্বারের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মকসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতুব উদ্দিন, ইউপি সদস্য আব্দুস ছালাম, মুহিবুর রহমান, আব্দুল হামিদ, সদস্যা আফিয়া বেগম, সাবেক মেম্বার সমরোজ আলী। বক্তব্য রাখেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহ সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাতিন, সদস্য আল আমিন, ফয়ছল আহমদ, সদরুল আমিন, সাহিদ মিয়া, বেলাল আহমদ, জসিম উদ্দিন, সালেহ আহমদ, আব্দুর রশিদ, আব্দুল জহুর, মানিক মিয়া, আনোয়ার মিয়া, হুছন আলী, সিদ্দেক আলী প্রমুখ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আজাদ ক্লাব নাদামপুর ও শাপলা ক্লাব আন্ধারীগাঁও। নির্ধারিত সময়ের মধ্যে ২-১ গোলে আজাদ ক্লাব নাদামপুর বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন রেফারী সৈয়দ আহমদ লেচু। সহকারীর দায়িত্ব পালন করেন নিজাম উদ্দিন ও গয়াছ মিয়া। এ টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ৬০টি দল অংশগ্রহন করছে।

আপনার মন্তব্য

আলোচিত