সিলেটটুডে ডেস্ক

১২ মার্চ, ২০১৮ ২২:২৮

বিনামূল্যে নেপালে যোগাযোগের সুযোগ করে দিল গ্রামীণফোন

কোনরকম কলচার্জ ছাড়াই নেপালে যোগাযোগের জন্য সুযোগ করে দিল গ্রামীণফোন। এতেকরে বিনা টাকায় নেপালে ফোন দিতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা। বিমান বিধ্বস্ত হওয়ার পর স্বজনদের খোঁজ খবর নেওয়ার জন্যই এ সুবিধা করে দিয়েছে বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন।

সোমবার (১২ মার্চ) নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার একটি বিমান। আর তাই স্বজনদের খোঁজ খবর নেওয়ার জন্যই এ মহতি উদ্যোগটি নিয়েছে গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে আজ সোমবার রাত পৌনে ৯টা থেকে শুরু হয় ওই সেবা। গ্রামীণফোনের গ্রাহকরা বিনা কলচার্জে নেপালের যেকোনো নম্বরে ফোন করতে পারবে। এ সুযোগ থাকছে ১৪ মার্চ মধ্যরাত পর্যন্ত।

গ্রামীণফোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা থেকে দুপুরে রওনা দেয় ইউএস বাংলার ওই বিমান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে বিধ্বস্ত হয় বিমানটি।

আপনার মন্তব্য

আলোচিত