সিলেটটুডে ডেস্ক

১৩ মার্চ, ২০১৮ ১১:০৭

মারা গেলেন ক্যাপ্টেন আবিদ সুলতানও

কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা উড়োজাহারের পাইলট আবিদ সুলতান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই বিমানের চার কেবিন ক্রুর কেউ বেঁচে নেই।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার জানিয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী এই খবর নিশ্চিত করেছেন।

অন্য কেবিন ক্রুরা হলেন কো-পাইলট পৃথুলা রশিদ, খাওয়াজা হোসেইন মোহাম্মদ শাফি ও শামিম আক্তার।

তবে এদের সবাই ঘটনার সাথে সাথেই নাকি হাসপাতালে আনার পর মারা গেছেন তা নিশ্চিত করতে পারেননি ছেত্রী।

জীবিত অবস্থায় উদ্ধার হওয়া ১১ বাংলাদেশির মধ্যে অন্তত ৩ থেকে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

সোমবার দুপুরে ঢাকা থেকে ৬৭ জন যাত্রী নিয়ে কাঠমান্ডু রওয়ানা হয়েছিল ইউএস বাংলার একটি উড়োজাহাজ। কেবিন ক্রু সহ বিমানের মোট মানুষ ছিলেন ৭১ জন। ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৪৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল নেপাল পুলিশ। যার বেশিরভাগই বাংলাদেশ ও নেপালের নাগরিক।

আপনার মন্তব্য

আলোচিত