নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০১৮ ১৩:১৩

পৃথুলা: ‘ডটার অব বাংলাদেশ’!

পৃথুলা রশিদ; কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের সহকারি পাইলট। ওই বিমান সংস্থার প্রথম নারী পাইলটও তিনি।

সোমবার বিধ্বস্ত হওয়া বিমানে মারা যান ৫০ জন। বাঁচিয়েছেন অন্তত ১০ জন যাত্রীকে। পরোয়া করেন নি নিজের মৃত্যুর; শেষ পর্যন্ত অন্যদের বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুবরণ করেন।

নেপাল ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে পৃথুলা রশিদকে ‘ডটার অব বাংলাদেশ’ আখ্যা দিয়েছে। জানিয়েছে এ তথ্য।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে।

নিহতদের মধ্যে আছেন পৃথুলা রশিদও।

আপনার মন্তব্য

আলোচিত