সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০১৮ ০০:০৬

শিক্ষাব্যবস্থা পুরোটাই ডিজিটালাইজড হবে: মোস্তাফা জব্বার

ফাইল ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিক্ষা ব্যবস্থা পুরোটাই ডিজিটালাইজড হবে। স্কুল, শিক্ষক-শিক্ষার্থী, খেলার মাঠসহ শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় অনুষঙ্গ থাকলেও থাকবে না শুধু শিক্ষার্থীদের কাগুজে বই। এর পরিবর্তে সবার হাতে হাতে থাকবে ট্যাব।

শনিবার (১৭ মার্চ) বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এছাড়া আগামী সরকার সম্পূর্ণ কাগজবিহীন উল্লেখ করে মন্ত্রী বলেন, দাপ্তরিক কোনো কাজে আর কাগজের ব্যবহার থাকবে না। সব কাজই চলবে ডিজিটালাইজড পদ্ধতিতে, কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, করতোয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ সামছুল আলম ও বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুই।

মন্ত্রী পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত