সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৮ ১১:৫২

রাজীবের মৃত্যু সড়ক অব্যবস্থাপনার কারণে নয়: কাদের

সড়কে দুর্ঘটনায় প্রথমে হাত হারানো, এরপর প্রাণ হারানো সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীবের এমন পরিণতির জন্যে সড়ক অব্যবস্থাপনাকে দায় দিতে রাজি নন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; মন্ত্রী এজন্যে দুষছেন পরিবহন অব্যবস্থাপনাকে।

তিনি বলেছেন, ‘একটি ইম্পরট্যান্ট পত্রিকায় দেখলাম রাজীবের দুর্ঘটনার জন্য সড়ক ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে। এটা কীভাবে সড়ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত? কোটা আন্দোলনের সময় যেমন ভিসির বাড়িতে হামলা হয়েছে এ ঘটনাও তেমন। ভিসি তো কোনোভাবেই কোটার সঙ্গে জড়িত নন। তাহলে তার বাড়িতে কেন হামলা হলো? রাজীবের ঘটনাটিও তেমন কিছু।’

মন্ত্রী বুধবার (১৮ এপ্রিল) রাজধানীর হাতিরঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজীবের দুর্ঘটনা খারাপ রাস্তা বা সড়ক অব্যবস্থাপনার কারণে হয়নি। এটা পরিবহন অব্যবস্থাপনার জন্য হয়েছে। চালকদের অসচেতনতা ও রেষারেষির কারণেই এটা হয়েছে। চালকদের আরও সচেতন হতে হবে।’

উল্লেখ্য, যাত্রাবাড়ীর মিরাজিবাগে একটি মেসবাসায় ভাড়া থাকতেন রাজীব হোসেন। গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাওরান বাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় তার শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ৬ এপ্রিল রাজীবের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকাবস্থায় গত সোমবার রাত ১২:৪০ মিনিটে মারা যান রাজীব হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত