সিলেটটুডে ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৮ ১৬:৪৯

কাকরাইল মসজিদে ৬ মুরব্বির প্রবেশে নিষেধাজ্ঞা

রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের সাদপন্থী ও হেফাজতপন্থীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ছয় মুরব্বির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৮ এপ্রিল) সকালে কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে করে জরুরি বৈঠকছয় মুরব্বির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

পুলিশ ও মসজিদ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মসজিদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় আগামী ১মে পর্যন্ত সৈয়দ ওয়াসিফ ও মাওলানা জুবায়ের কাকরাইলের বাইরে থাকবেন। এছাড়া দুই গ্রুপের দুই দুইজন করে চারজনকে সাময়িকভাবে কাকরাইলে আসা-যাওয়া না করতে বলা হয়েছে। তারা হলেন- ড. এরতেজা হাসান, আব্দুল্লাহ মনছুর, ড. আজগর ও ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা বহিরাগত সবাইকে বের করে দিয়েছি। মসজিদের স্বাভাবিক কাজকর্ম চলবে। এ বিষয়ে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। বাইরে থেকে কেউ এসে মসজিদে অবস্থান করতে পারবেন না। তবে নামাজ আদায় করতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত