সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৮ ১১:৩৭

আশুলিয়ায় পোশাক কারখানার কর্মকর্তা নিখোঁজ

ঢাকার আশুলিয়ায় দুদিনেও খোঁজ মেলেনি এক তৈরি পোশাক কারখানার কর্মকর্তার।

গোলাম রাব্বানী সবুজ (৪১) নামের নিখোঁজ ওই কর্মকর্তা আশুলিয়ার মির্জানগর এলাকার এফজিএস নিটওয়্যার লিমিটেড কারখানায় স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি ভাড়া থাকতেন আশুলিয়ার হাটুভাঙ্গা এলাকায়।

নিখোঁজ গোলাম রাব্বানী সবুজের পরিবার বলছে, গত শনিবার রাত ১০টার দিকে কারখানারই স্টোর অফিসের এক কর্মকর্তা মোবা‌ইলে ফোন করে সবুজকে বাড়ি থেকে ডেকে নেন। তার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।

নিখোঁজ সবুজের স্ত্রী পারভীন আক্তার গতকাল রোববার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সবুজের ছোট ভাই মোজাহের উদ্দিন জানান, নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর ভাইয়ের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। কারা কী কারণে তাঁকে তুলে নিয়েছে, এ ব্যাপারে স্পষ্ট করে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, বিষয়টির তদন্ত চলছে। এ ব্যাপারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কাছেও একটি অভিযোগ করা হয়েছে।


আপনার মন্তব্য

আলোচিত