নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০১৮ ২০:৫১

জাহানারা ইমামসহ পাঁচজনকে মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা

কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পাচ্ছেন পাঁচ গুণী। বৃহস্পতিবার (২৬ জুলাই) মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৮ ঘোষণা করেন ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা ও ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান।

এবছর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণার জন্য জাহানারা ইমাম (মরণোত্তর), শিক্ষা ও সংস্কৃতিতে কবি নির্মলেন্দু গুণ, অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণার জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, শিল্প ও বাণিজ্যে মেঘনা গ্রুপের কর্ণধার মোস্তফা কামাল ও ক্রীড়া ক্ষেত্রে মাশরাফি বিন মর্তুজাকে সম্মাননা দেওয়া হবে।

সম্মাননার জন্য মনোনীত প্রত্যেককে একটি ক্রেস্ট, সোনার মেডেল ও নগদ তিন লাখ টাকার চেক দেওয়া হবে।

এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর একে আজাদ চৌধুরীসহ নয় সদস্যের জুরি বোর্ড সম্মাননা প্রাপ্তদের নাম চূড়ান্ত করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, মতিউল হাসান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জিডব্লিউএম মোর্তজা হাসান, মো. জাকির হোসাইন ও আদিল রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী শনিবার (২৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা তুলে দেওয়া হবে মনোনীত ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের হাতে।

আপনার মন্তব্য

আলোচিত